Advertising System টা প্রাথমিকভাবে দুভাবে
ব্যবহৃত হয়ে থাকে:
১. বিজ্ঞাপন দাতা হিসাবে (As an
Advertiser) : অনলাইনে কোন বিষয়ের উপড়
প্রচারনা চালাতে (To Advertise Anything) বা
কোন ওয়েব লিংক (Web Link/URL) এর
বিজ্ঞাপন প্রচার করে কাংখিত ভিজিটর
পাবার জন্য বা ভিজিটর বাড়ানোর জন্যে
ইন্টারনেট ভিত্তিক বিজ্ঞাপন সংস্থার
মাধ্যমে যেই বিজ্ঞাপন বার্তা তৈরী ও
প্রচার করা হয়, তাকেই এ্যাভারটাইজিং
পদ্ধতী “Online Advertising System” বলা হয়। আর
এই এ্যাড তৈরীর কাজটি যিনি করে থাকেন
তাকেই আমরা বিজ্ঞাপন দাতা বা Advertiser
হিসাবে চিনে থাকি।
এভাবেই একজন বিজ্ঞাপন দাতা তার
কাংখিত বিজ্ঞাপনের মাধ্যমে ভিজিটর বা
ক্রেতা সংগ্রহ করে তার থেকে আয় করে
থাকেন। তবে এই পথে আয় করার আগে
বিজ্ঞাপন দাতাকে অবশ্বই বিজ্ঞাপন দেবার
জন্য পকেটের টাকা খরচ করতে হয়।
২. প্রকাশক হিসাবে (As a Publisher) : এটি
ফ্রি পদ্ধতী। এই পদ্ধতীতে টাকা অায় করতে
টাকা খরচ করতে হয়না। বরং যারা
বিজ্ঞাপনের জন্য বিভিন্ন সাইটের নিকট
টাকা দিয়ে এ্যাড জমা রেখেছে, একজন
ওয়েবমাস্টারকে সেই সাইটের সাথে যুক্ত হয়ে
তার নিজের সাইটে উক্ত এ্যড প্রকাশ করতে
হয়।আর এই প্রকাশের সংখ্যা বা পরিমান
হিসাব করেই একজন ওয়েব মাষ্টার ফ্রি তেই
পাবলিশার হিসাবে টাকা আয় করতে পারেন।
তবে অবশ্বই এর জন্যে ভাল কোন কোম্পানী বা
এ্যাড সাইটের সাথে যুক্ত হওয়া আবশ্বক !
কেননা, অনেক ভন্ড এবং ধোকাবাজ
কোম্পানী আছে যারা টাকা মেরে দিতে
উস্তাদ।অর্থাৎ আপনি এ্যাড প্রকাশ করলেও
আপনাকে পেমেন্ট করবে না।
যাইহোক, উপড়ে বর্ণিত এ্যাডভারটাইজিং
সিষ্টেম এর দুটি পদ্ধতীতেই যে কেও আয় শুরু
করতে পারে। তবে দুটি পথেরই প্রথম ও মূল লক্ষ
হচ্ছে টাকা আয়, মাধ্যম হচ্ছে ভাল এ্যাড
নেটওয়ার্ক এবং মেশিনের নাম হচ্ছে
ভিজিটর। পকেট গড়ম থাকলে প্রথমেই Advertiser
হিসাবে নেমে যাওয়া যায়, অন্যথায় Publisher
হিসাবে আয় করতে হবে। তবে শুরু করার আগে
অবশ্ব্ই মনে রাখতে হবে, এ্যাডভারটাইজ করার
জন্য টাকা আগে আর পাবলিশার হবার জন্য
ভিজিটর আগে। ওয়েবসাইট খুলে মাত্র
এ্যাডের আবেদন করে বসলাম, তাহলে
কাংখিত ফল পাওয়া যাবে না। এছাড়াও
পাবলিশার হিসাবে ভাল মানের সাইটে
জয়েন করাটাও গুরেুত্বপূর্ন একটা ব্যপার।



0 Response to "Earn Money With Ads Network বিজ্ঞাপন থেকে টাকা আয় করুন"
Post a Comment
Any Problem Comment Please