Welcome To Arif ar Blog

সহজ 5টি উপায়ে বাংলাদেশ থেকে অনলাইন আয় করুন।

০১। YouTube হতে টাকা উপার্জনঃ অনলাইন
থেকে টাকা উপার্জনের সবচেয়ে সহজ পথ
হচ্ছে YouTube. এখান থেকে যে কোন বয়সের
লোক খুবই সহজে টাকা উপার্জন করতে পারেন।
ইন্টারনেট বিশ্বের জনপ্রিয় ১০ ওয়েবসাইটের
মধ্যে YouTube হচ্ছে একটি। আপনি ইচ্ছে
করলেই এখান থেকে কম সময় ব্যয় করে অল্প
অভীজ্ঞতা নিয়ে মাসে ভাল মানের টাকা
উপার্জন করতে পারেন। এই জন্য আপনাকে
যেটি করতে হবে- প্রথমে বিভিন্ন ভাল মানের
ভিডিও YouTube এ আপলোড করতে হবে। এ
জন্য আপনি আপনার মোবাইল ফোনকে ব্যবহার
করতে পারেন। আপনি যদি ভ্রমন প্রিয় লোক হন
তাহলে বিভিন্ন সুন্দর সুন্দর প্রকৃতিক দৃশ্যগুলি
আপনার ক্যামেরায় ফ্রেমবন্দী করেও এ
কাজটি করতে পারেন। অথবা আপনি যে বিষয়
ভালভাবে জানেন সে বিষয়ে বিভিন্ন
টেউটোরিয়াল তৈরী করেও কাজটি করতে
পারেন। কিন্তু মনে রাখবেন কারও কোন নকল
ভিডিও কপি করে এটি করা যাবে না। এতে
করে হিতের বিপরীত হতে পারে।

০২। ব্লগিং করে বা ব্লগে আর্টিকেল
লিখেঃ আপনি গুগল ব্লগারে কিংবা
ওয়ার্ডপ্রেসে বিনা মূল্যে একটি ব্লগ তৈরী
করে নিতে পারেন। এখন ব্লগ তৈরী করে থেমে
থাকলে হবে না। আপনার যে বিষয়ে পরিপূর্ণ
জ্ঞান আছে, আপনি সে বিষয় নিয়ে লিখে
যান। এ ক্ষেত্রে হয়তো আপনি প্রথম ২-৩ মাস
একটু কষ্ট করতে হবে। তাই বলে আপনি নিরাশ
হয়ে থেমে থাকবেন না। আপনি প্রতিদিন
নিত্য নতুন আর্টিকেল লিখতে থাকেন। আপনার
বিষয়টি যদি ইউনিক এবং জ্ঞানগর্ভপূর্ণ হয়
তাহলে ভিজিটর অবশ্যই আপনার ব্লগে আসবে।
এ ক্ষেত্রে সফলতা পেতে আপনাকে বেশী
দিন অপেক্ষা করতে হবে না। আপনি নিজে
নিজেই টাকা উপার্জনের পথ সুঘম করে নিতে
পারবেন।

০৩। Freelancing – একজন লেখক হয়েঃ
Freelancing হচ্ছে এমন একটি সাইট যেখানে
আপনি আপনার লেখা বা আর্টিকেল শেয়ার
করে টাকা উপার্জন করে নিতে পারবেন।
আপনি যদি একজন ভাল লেখক হন কিংবা যে
কোন বিষয়ে ভাল জ্ঞান রাখেন, তাহলে যদি
সে বিষয়ে ভাল মানের আর্টিকেল লিখতে
পারেন, তাহলেই এটা আপনার পক্ষে সম্ভব।
আপনার লেখার মান যদি ভাল হয় তাহলে
Freelancing এ আপনার লেখার মূল্য অর্থাৎ টাকা
উপার্জনের পরিমান দিন দিন বাড়তে থাকবে।
এখান থেকে মাসে লাখ টাকা উপার্জন করে
এমন লোকও আছে। এখানে যার যার মেধা
অনুসারে তার প্রতিফলন ঘটাতে পারে।

০৪। Adsense থেকে টাকা উপার্জনঃ Adsense
হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপনের
(Advertisement) Program. এটি গুগল কর্তৃপক্ষ সয়ং
নিজে পরিচালনা করছে। আপনি যদি আপনার
ব্লগটিকে ভাল মানের Platform এ নিয়ে যেতে
পারেন এবং আপনার ব্লগে প্রচুর পরিমানে
ভিজিটর থাকে তাহলে Adsense থেকে আপনি
হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন।
এ পদ্ধতীতে আপনার ব্লগে Adsense এর
বিজ্ঞাপন ব্যবহার করে ক্লিক প্রতি ডলার
আয় করতে পারবেন। অনেকে বলে Adsense
Approv করাটা অনেক কঠিন কাজ। কিন্তু আমি
বলছি মোটেও কঠিন কাজ নয়। আপনি যদি
মানসম্মত ২৫-৩০ টি ইউনিক কনটেন্ট লিখতে
পারেন তাহলে নিঃসন্দেহে Adsense Approv
হয়ে যাবে। এখান থেকে আপনি দীর্ঘ দিন
যাবত টাকা উপার্জন করে যেতে পারবেন।

০৫। EBAY and AMAZON এ আপনার Products
বিক্রির মাধ্যমেঃ আপনারা হয়তো জানেন
যে, ইন্টারনেট এর মাধ্যমে পন্য কেনা কাটার
জন্য জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে Ebay and
Amazon. এখানে লোকজন তাদের বিভিন্ন
ধরনের Products বিক্রি করার জন্য বিজ্ঞাপন
দিয়ে থাকেন। আপনার পন্যটি যদি ক্রেতার
কাছে ভাল মনে হয় তাহলে পন্যটি কেনার জন্য
ক্রেতারা আপনার সাথে যোগাযোগ করবে।
আপনি যদি আপনার Products বিক্রি করে
একজন ভাল মানের বিক্রেতা হতে পারেন,
তাহলে এখান থেকে কমদামে বিভিন্ন জিনিস
ক্রয় করে ভাল দামে বিক্রয় করে লাভবান হতে
পারেন। তবে এই সুবিধা পাওয়ার জন্য
আপনাকে আগে একজন ভাল মানের বিক্রেতা
হিসেবে প্রমান করতে হবে।



উপসংহারঃ আপনারা পোষ্টটি পড়ে হয়তো
ভাবছেন এখানে ইন্টারনেট হতে আয় করার
কথা বার বার বলা হচ্ছে কিন্তু কিভাবে
করবো তা দেখানো হচ্ছে না কেন? আসলে
কিভাবে আয় করবেন এটা নিয়ে বর্ণনা করা এই
পোষ্টের উদ্দেশ্য নয়। আজকের এই পোষ্টের
মাধ্যমে আমি আপনাদের শুধু আয় করার সহজ
কয়েকটি পথ দেখিয়ে দিলাম। যার ফলে
আপনি এই পথ ধরে অনলাইন হতে কিছু টাকা
উপার্জন করে নিতে পারবেন। আর আপনার যদি
ইচ্ছা থাকে তাহলে এ সম্পর্কে ইন্টারনেট হতে
বিস্তারিত জেনে নিতে পারবেন। তবে
আমরাও পরবর্তীতে আলাদাভাবে সব টপিক
নিয়ে বিস্তারিত আলোচনা করবো,
আমাদের সাথে থাকুন। ধন্যবাদ…
Credit : <a href="http://toptunebd.com"> TopTuneBD.Com</a>

Share This

0 Response to "সহজ 5টি উপায়ে বাংলাদেশ থেকে অনলাইন আয় করুন।"

Post a Comment

Any Problem Comment Please

exmine.cloud site review

New Bitcoin Mining Site Lunch Just Registered Get Free 250Gh/s Hashpowar Minimum Withdraw : 0.002 btc Join Now : https://exmine.cloud/sig...