Welcome To Arif ar Blog

[Bangla Beauty Tips] আলুর রস দিয়ে কীভাবে ত্বকের বলিরেখা দূর করবেন ?

সেদ্ধ অথবা ভাজা আলু খেতে ভীষণ
সুস্বাদু।
কিন্তু আপনি কি জানেন, এই সবজির
রস আপনার
ত্বকের জন্য কতটা উপকারী?
এই রস খুব সহজেই আপনার ত্বকের
বলিরেখা দূর
করে চেহারায় বয়সের ছাপ কমায়। আলুর
ভিটামিন-সি
ত্বককে টানটান রাখতে সাহায্য করে।
এর প্রোটিন
ত্বকের রুক্ষতা দূর করে। আর জিঙ্ক ও
কপার
ত্বকের বলিরেখা দূর করে ত্বককে নরম
ও মসৃণ
করে।
★ আলুর রস দিয়ে কীভাবে
ত্বকের বলিরেখা দূর
করবেন, সে বিষয়ে কিছু
পরামর্শ নিচে দেওয়া
হয়েছে। আসুন দেখে নিই….
১. সামান্য গরম পানির সঙ্গে দুই টেবিল
চামচ আলু কুচি
মিশিয়ে পুরো মুখে ভালো করে লাগান।
২০ মিনিট
পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এটি
ত্বককে টানটান রাখবে, রক্ত সঞ্চালন
বাড়াবে এবং
ত্বক নরম করবে।
২. সামান্য পানির সঙ্গে দুই টেবিল
চামচ আলুর রস ও
তিন টেবিল চামচ দুধ মিশিয়ে মুখে
লাগান। ১৫ থেকে
২০ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে
ফেলুন। এতে
আপনার চেহারার বয়সের ছাপ সহজেই
দূর হবে।
৩. তৈলাক্ত ত্বকে দুই টেবিল চামচ
আলুর রসের
সঙ্গে দুই টেবিল চামচ টমেটোর রস
মিমিয়ে
মুখে লাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে
ধুয়ে ফেলুন।
এতে বলিরেখা দূর হওয়ার পাশাপাশি
ত্বক উজ্জ্বল
হবে।

Share This

0 Response to "[Bangla Beauty Tips] আলুর রস দিয়ে কীভাবে ত্বকের বলিরেখা দূর করবেন ?"

Post a Comment

Any Problem Comment Please

exmine.cloud site review

New Bitcoin Mining Site Lunch Just Registered Get Free 250Gh/s Hashpowar Minimum Withdraw : 0.002 btc Join Now : https://exmine.cloud/sig...