Welcome To Arif ar Blog

একটি অপরিচিত মেয়েকে প্রেমে রাজি করানোর কয়েকটি কৌশল !

১. দৈহিক সৌন্দর্যের বিষয়ে সচেতন হোন:
একজোড়া মানবমানবী সর্বপ্রথম আকৃষ্ট হয়
দৈহিক সৌন্দর্যে। দৈহিক সৌন্দর্যে মুগ্ধ
হয়েই প্রেমিকের হৃদয়ে প্রেমের বীজ
অঙ্কুরিত হয়। অতএব প্রেমে সাফল্য চাইলে
কিংবা বর্তমান প্রেমকে ধরে রাখতে চাইলে
চেহারা সুরতের দিকে একটু নজর দেয়া
লাগবে।
২. পোশাক আশাকে বৈচিএ্য বজায় রাখুন:
প্রেম করতে চাইলে টাকা পয়সা তো একটু খরচ
করাই লাগবে। এখানে শর্টকাট কোনো রাস্তা
নেই। কম দামে ফুটপাত থেকে কাপড় কিনে
প্রেমিকার চোখ ধাঁধাঁ লাগাবেন? সে আশা
বৃথা। আপনি কোনদিন কোন শার্ট টি পরেছেন
বা কোন রং এর শার্ট পরেছেন এটা আপনার
চেয়ে আপনার প্রেমিকা ভালো বলতে
পারবে। আসলে পোশাক আশাক দ্বারা একজন
পুরুষের রোমান্টিকতা প্রকাশ পায় যা
বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে।
৩. গোপনীয়তা বজায় রাখুন: আপনাদের
সম্পর্কের কথা গোপন রাখুন। এতে আপনাদেরই
মঙ্গল হবে।
৪. দুই নৌকায় পা দিবেন না: প্রেম প্রেম
খেলা করার মানসিকতা অনেক তরুণ তরুণীরই
থাকে। এছাড়া অনেকে একাধিক সঙ্গির
সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে।
ফলে এদের মধ্যে প্রকৃত ভালোবাসার সুখ খুব
কম থাকে। একধিক প্রেম চালিয়ে যাওয়াকে
অনেকে খুব বাহাদুরী কাজ বলে মনে করে
থাকে। কিন্তু তাদের মনে রাখা উচিত আসলে
তারা বোকার স্বর্গে বসবাস করছে। কারণ
সত্য বেশিদিন গোপন থাকে না।
৫. প্রশংসা করুন: মানুষের মন আর্কষণ করার
জন্য তার প্রশংসা করার গুরুত্ব আপরিসীম। এর
মাধ্যমে মৌমাছির মতো আপনার চারপাশের
মানুষকে আপনার দিকে আকৃষ্ট করতে পারেন।

Share This

0 Response to "একটি অপরিচিত মেয়েকে প্রেমে রাজি করানোর কয়েকটি কৌশল !"

Post a Comment

Any Problem Comment Please

exmine.cloud site review

New Bitcoin Mining Site Lunch Just Registered Get Free 250Gh/s Hashpowar Minimum Withdraw : 0.002 btc Join Now : https://exmine.cloud/sig...