Welcome To Arif ar Blog

৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল মার্চে

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল মার্চের প্রথম
সপ্তাহে প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার সকালে
বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান
মোহাম্মদ সাদিক প্রথম আলোকে এ কথা বলেন।
তিনি বলেন, ‘ফলাফল মার্চের প্রথম সপ্তাহের
মধ্যেই হবে। যত আগে পারব ফলাফল প্রকাশ করব।’
গত বছরের ২৯ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এই
পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে।
বিসিএসের আবেদনের ক্ষেত্রে
৩৮তম বিসিএসে রেকর্ড
সৃষ্টি হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী
আবেদন করেন।
এর আগে ৩৭তম বিসিএসে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার
৪৭৬ জন পরীক্ষার্থী। এর আগে এটিই ছিল
বিসিএসে সবচেয়ে বেশি প্রার্থীর আবেদন।
পিএসসি সূত্র জানায়, ৩৮তম বিসিএসের মাধ্যমে
জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা
নিয়োগ করা হবে। প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ
ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ
ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে
৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে।

Share This

0 Response to "৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল মার্চে"

Post a Comment

Any Problem Comment Please

exmine.cloud site review

New Bitcoin Mining Site Lunch Just Registered Get Free 250Gh/s Hashpowar Minimum Withdraw : 0.002 btc Join Now : https://exmine.cloud/sig...