যারা অনলাইন ক্যারিয়ার গড়ার স্বপ্ন
দেখছেন বা ইন্টারনেট থেকে টাকা আয়ের
কথা ভাবছেন, এই পোষ্টটি মূলত তাদের জন্য।
যারা অলরেডি বাঁধা বিপত্তি ডেঙিয়ে টাকা
ইনকাম করছেন, ভাই আপনাকে স্যালুট।
এবারে আসা যাক অনলাইনে টাকা আয়ের সহজ
পথ বিষয়ে।
সত্যিই কি অনলাইনে টাকা আয় করা কি
এতই সহজ ?
বিস্তারিততে যাবার আগে আসুন কিছু বাংলা
ডায়ালগের সাথে পরিচিত হই, যা ইদানিং
ইউটিউবে বা বিভিন্ন ব্লগে হর হামেশায়
চোখে পড়ছে।
• আয় করুন হাজার ডলার ঘরে বসেই
• ক্লিক করেই কামান মাসে ১০০০-১৫০০ ডলার
• ইন্টারনেটে টাকা আয় করুন আজই
• ক্লিক করুন আর আয় করুন
• ইন্টারনেট আয় করতে এখুনি এখানে ক্লিক
করুন
• ইমেইল মার্কিটিং শিখে আজই ঘরে নিয়ে
আসুন হাজার হাজার ডলার
• ইউটিউব ই হোক আপনার একমাত্র আয়ের উৎস
• কিচ্ছু দরকার নেই, মাউসের ক্লিক করা
জানলেই আপনিও আয় করতে পারেন প্রতি
মাসে হাজার ডলার !…ইত্যাদী…ইত্যাদী ।
ডায়ালগের ইতি এখানেই টানলাম, লোভনীয়
ডায়ালগে পেজ শেষ করার ইচ্ছা আমার নেই।
প্রশ্ন হচ্ছে, ডায়ালগের সাথে আপনিও কি
একমত ? আপনারও কি এমন কিছু পড়ে মনটা
খুশিতে লাফ দিয়ে উঠে ?
তবে আমি আপনার সাথে নেই। অনলাইনে আয়
করা কি এতই সোজা ! মনে রাখবেন এটা মামু
বাড়ির আবদারও নয়, কারও হাতের মোয়াও নয়
যে যার যখন ইচ্ছা খেয়ে নিবে।
বাংলাদেশের হকারদের চেয়ে ভাল বক্তব্য
বুঝি শিক্ষিত কোন প্রেজেন্টারও দিতে
পারে না। তাই বলে কি দুজনের কাজ, পেশা
আর সম্মান এক ! কখনই নয়।
অনলাইনে টাকা আয়ের ব্যপারটি এখন
দিনের মত সত্যি। কিন্তু কিছু না জেনে না
বুঝে টাকা খরচ না করে শুধু ক্লিক করেই
কামাবেন, এটা আমাবষ্যা রাতের মতো
অন্ধকার। হা, ইন্টারনেট ক্যারিয়ারে হয়ত
আপনি এমন একটা সময় পেতে পারেন, যখন
টাকা ইনকাম টা আপনার অতিশয় সহজ হয়ে
যাবে। কিন্তু সেই সহজ পথটা আপনাকে অনেক
সময়,অনেক যোগ্যতা,অনেক সাধনা করে অর্জন
করতে হবে।
ইন্টারনেটে যারা ফ্রি তেই সবটা চান, তাদের
তো কম্পিউটার,ইন্টারনেটও ফ্রি হবার কথা
ছিলো, আয়ের পথে হাটার সময় ভুলে গেলে
চলবেনা যে এই ইন্টারনেট কানেকশানটাও
আমরা ফ্রিতে পাই নাই।
সত্যিকার অর্থেই ইন্টারনেট জগতের কোন
কিছুই আপনার জন্যে ফ্রি নয় বা অতটা
সহজলভ্য নয় যতটা আপনি ঐ বাংলা ডায়ালগ
গুলোতে পাবেন।
তাই বলে কি আপনি হাল ছেড়ে দিবেন ?
না।
আমার এই লেখা আপনাকে নিরুৎসাহী করার
জন্যে নয়। বরং আপনি যাতে ভুল আর আবেগী
যায়ালগের সাথে ভেসে গিয়ে আপনার
অনলাইন ক্যারিয়ারের প্রতি ভুল ধারনা পোষন
না করেন, সেটাই কাম্য ও লক্ষ্য। আর সেই
লক্ষেই এই ব্লগের যাত্রা শুরু ।
আপনি যদি ইন্টারনেটে আয় রোজগারের
শুরুতেই ভুল পথ বেছে নেন, তবে শীঘ্রই আপনি
নিজেই ক্লান্ত হয়ে এই জগতটাকে ভুল বুঝে
খালি হাতে বিদায় নিবেন।আমাদের সাইটে
আসতে থাকুন, অবশ্বই আপনি এখানে
সত্যিকারের তথ্যাবলি পাবেন। যা আপনাকে
ভুল পথে হাটার আগে সতর্ক হতে সাহায্য
করবে।
অনলাইন ইনকাম উৎসে আপনার যাত্রা যেন শুভ হয় ।।
ধন্যবাদ
...Home » BANGLADESH
INTERNETE THEKE TAKA KAMAI
MAKE MONEY BANGLE »
BANGLADESHI EARNING SITEBD »
BDEASY EARNING METHODE
FREELANCING »
EARNING
EARN MONEY »
TUTORIAL
MAKE MONEY FROM BDONLINE TAKA INCOME »
ইন্টারথেকে ট
» অনলাইনে টাকা আয়ের সহজ পথ বিস্তারিত আলোচনা
Subscribe to:
Post Comments (Atom)
exmine.cloud site review
New Bitcoin Mining Site Lunch Just Registered Get Free 250Gh/s Hashpowar Minimum Withdraw : 0.002 btc Join Now : https://exmine.cloud/sig...
0 Response to "অনলাইনে টাকা আয়ের সহজ পথ বিস্তারিত আলোচনা"
Post a Comment
Any Problem Comment Please